Christian Service Society (CSS)-এর ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে চাকরি

CSS NGO Job Circular 2025

CSS NGO Job Circular 2025 : Christian Service Society (CSS) মাইক্রোফাইন্যান্স বিভাগে ব্রাঞ্চ ম্যানেজার পদে ১০ জন জনবল নিয়োগের লক্ষ্যে CSS নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। পদটিতে আবেদনে আগ্রহীদের স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিসহ ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। Christian Service Society (CSS) নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ পেলে আপনার কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থান। এই প্রতিবেদনে CSS NGO Job Circular 2025-এর সম্পূর্ণ তথ্য, আবেদনের যোগ্যতা, সুযোগ-সুবিধা ও আবেদন পদ্ধতি আলোচনা করা হয়েছে।

CSS NGO Job Circular 2025

Christian Service Society (CSS) একটি স্বনামধন্য জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা, যা ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটির মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীকে শাখার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হবে।

Christian Service Society (CSS) Job Circular 2025

বিষয় তথ্য
প্রতিষ্ঠানের পরিচিতি Christian Service Society (CSS)
কোম্পানির ধরন জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও)
পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার
পদসংখ্যা ও জনবল ১০
শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা কমপক্ষে ৩ বছর
আবেদনের সময়সীমা ২০ জুন ২০২৫
আবেদন পদ্ধতি হার্ড কপি/ডাকযোগে

Christian Service Society (CSS) চাকরির খবর

আবেদন যোগ্যতা (Requirements)

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
  • অভিজ্ঞতা: MRA সনদপ্রাপ্ত যেকোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ব্রাঞ্চ ম্যানেজার পদে কমপক্ষে ৩ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়স: সর্বোচ্চ ৩৭ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
  • বিশেষ দক্ষতা: মাইক্রোফাইন্যান্সের উপর প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • অন্যান্য শর্তাবলী:
    • মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।
    • আবেদনপত্রে অবশ্যই একটি সচল মোবাইল নম্বর এবং ই-মেইল ঠিকানা উল্লেখ করতে হবে।
    • প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী, সৎ এবং অধূমপায়ী হতে হবে।
    • সংস্থার নীতিমালা অনুযায়ী দুইজন প্রত্যয়নকারীর নিকট থেকে প্রত্যয়নপত্র এবং আইনগত অভিভাবকের নিকট থেকে অঙ্গীকারনামা জমা দিতে হবে।

দায়িত্বসমূহ (Responsibilities)

  • ব্রাঞ্চের সার্বিক অফিস ব্যবস্থাপনা ও কর্মী ব্যবস্থাপনা করা।
  • কর্ম এলাকা নির্ধারণ, দল ব্যবস্থাপনা, পরিদর্শন এবং কার্যক্রম মনিটরিং করা।
  • বার্ষিক পরিকল্পনা প্রণয়ন এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা।
  • তহবিল ব্যবস্থাপনা, অফিস ব্যয় পরিচালনা এবং সকল হিসাব সঠিকভাবে সংরক্ষণ করা।
  • MIS ও FIS প্রতিবেদন প্রস্তুত করা এবং মাসভিত্তিক লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা।
  • জনসংযোগ স্থাপন এবং অফিসের মেস ব্যবস্থাপনা করা।
  • সংস্থার নীতিমালা অনুযায়ী ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা এবং বিল-ভাউচার অনুমোদন করা।

CSS NGO Job Circular 2025

  • কর্মক্ষেত্র: ক্ষুদ্রঋণ কার্যক্রম
  • চাকরির ধরন: ফুল টাইম
  • কাজের স্থান: বাংলাদেশের যেকোনো স্থান
  • বেতন: মাসিক ৳ ৩৫,০০০ – ৩৮,০০০ টাকা।
  • সুযোগ-সুবিধা: পিএফ, গ্র্যাচুইটি, বীমা সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট, ১টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোটরসাইকেলের জ্বালানি বিল, পুরুষ কর্মীদের জন্য আবাসিক সুবিধা এবং অন্যান্য প্রযোজ্য সুবিধাসহ পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটি প্রদান করা হবে।

ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ বিজ্ঞপ্তি 2025

আবেদন প্রক্রিয়া: আবেদনে যোগ্য ও আগ্রহী চাকরিপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ সকল প্রয়োজনীয় কাগজপত্র (জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ) সত্যায়িত করে বরাবর, পরিচালক এইচআরএম অ্যান্ড পিএমইএল, ১৬৬০-১৬৬১ জলমা পুরাতন ফেরিঘাট রোড, জলমা, বটিয়াঘাটা, খুলনা—এই ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে।

খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় জামানত হিসেবে ২০,০০০ টাকা জমা দিতে হবে, যা চাকরি শেষে লভ্যাংশসহ ফেরতযোগ্য।

Christian Service Society (CSS) সম্পর্কে

  • ঠিকানা: ১৬৬০-১৬৬১ জলমা পুরাতন ফেরিঘাট রোড, জলমা, বটিয়াঘাটা, খুলনা।
  • ব্যবসার ধরণ: এটি একটি অলাভজনক, স্বেচ্ছাসেবী সংস্থা যা বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে।

লেখক: আফরোজা সুলতানা আফরোজা সুলতানা একজন ক্যারিয়ার কনসালট্যান্ট, যিনি চাকরির খবর, নিয়োগ পরামর্শ ও ক্যারিয়ার গাইড নিয়ে নিয়মিত লেখেন।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রে এমবিএ: ২০২৫ সালের সেরা ১০ বিজনেস স্কুল ও খরচ | US MBA

Exit mobile version