মেয়েদের ঘরে বসে আয় করার উপায়
আধুনিক ও উন্নত বিশ্বে এসে মেয়েরাও পিছিয়ে নাই। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে তারাও আজ অনেক এগিয়ে। আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন মেয়েদের ঘরে বসে আয় করার উপায়। অনেকে হয়তো জানেন না ঘরে বসে ও কাজ করে টাকা ইনকাম করা যায়। বিভিন্ন উপায়ে ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন। ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম এর ক্ষেত্রে রয়েছে নানা রকম প্রতারণার ফাঁদ। তাই ঘরে বসে আয় করার আগে জেনে নিতে হবে কিভাবে মেয়েরা ঘরে বসে ইনকাম করতে পারে। আমরা আজ আমাদের আর্টিকেল এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি কিভাবে আপনারা ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন।
মেয়েরা ঘরে বসে কিভাবে আয় করতে পারে? করণীয়
মেয়েরা ঘরে বসে টাকা ইনকাম করতে হলে প্রথমে শিখতে হবে কিভাবে ঘরে বসে ইনকাম করা যায়?বিভিন্ন উপায়ে আপনারা ঘরে বসে ইনকাম সম্পর্কে ধারণা নিতে পারেন। অনলাইন ব্লগ বা আর্টিকেল পড়ে ,ভিডিও দেখে ,ট্রেননিং সেন্টার থেকে ট্রেননিং নিয়ে লেখাপড়ার মাধ্যমে। ইত্যাদি উপায়ে আপনারা ঘরে বসে ইনকাম করতে পারেন। আমরা আজ চেষ্টা করেছি আমাদের আর্টিকেল এর মাধ্যমে সম্পূর্ণ বিষয় তুলে ধরতে। মেয়েদের ঘরে বসে আয় করার উপায় জানতে চান তাহলে সম্পূর্ণ আর্টিকেল পড়তে পারেন। আসা করি আপনাদের উপকার হবে।
মেয়েদের ঘরে বসে আয় করার উপায় সমূহ বর্ণনা করা হলো
১ ) ফ্রিল্যান্সিং : আমাদের দেশে অনেক মেয়েরা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে। ফ্রিল্যান্সিং করে ঘরে বসে অর্থ উপার্জন করা যায়। এই জন্য আপনার থাকতে হবে একটি ল্যাপটপ বা কম্পিউটার সাথে ইন্টারনেট। এই ইন্টারনেট সংযুক্ত করে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে ঘরে বসে অর্থ উপার্জন করতে হবে। fiverr ,upwork ,freelancer ইত্যাদি মার্কেপ্লেসে কাজ করে অর্থ আয় করতে পারেন। এইসব মার্কেটপ্লেসে ডাটা এন্ট্রি ,গ্রাফিক্স ডিসাইন ,ওয়েবসাইট ডিসাইন ইত্যাদি কাজ পাওয়া যায়।প্রযুক্তি সম্পর্কে জানার ইচ্ছা থাকলে দেখতে পারেন
২ ) অনলাইন শপ : অনলাইন শপের মাধ্যমে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন। আপনার নিজস্ব উৎপাদিত পণ্য মূল্যে ক্রয়কৃত পণ্য মার্কেটপ্লেস বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতে পারবেন। facebook ,bikroy ,instgram ,অন্যান্য সোশ্যাল মিডিয়া ও অনলাইন শপে বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রি করে আয় করতে পারবেন।
৩ ) অ্যাফিলিয়েট মার্কেটিং : অ্যাফিলিয়েট মার্কেটিং করে রয়েছে আয় করার বিশাল সুযোগ। অ্যাফিলিয়েট মার্কেটিং আয় করতে হলে বেশি অর্থের প্রয়জন হয় না। কম অর্থ ইনভেস্ট করে অনেক টাকা ইনকাম করা যায়। অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম করা পূর্বে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়। এই প্রক্রিয়ায় কেন নামকরা ইকমার্স কোম্পানির প্রোডাক্ট বিজ্ঞাপন বা শেয়ার করে বিক্রয়ের কমিশন পাওয়া যায়। (Amazon, Daraz, AliExpress ,Alibaba ) এই সব কোম্পানির পন্য প্রচার বা শেয়ার করে ইনকাম করতে পারেন।
৪ ) কনটেন্ট ক্রিয়েটর : বর্তমান প্রযুক্তির বিশ্বে অনলাইন ইনকাম করা অনেক সহজ হচ্ছে। এখন ঘরে বসে কনটেন্ট ক্রিয়েট করে প্রচুর টাকা ইনকাম করতে পারেন। আপনারা যে কাজে দক্ষ সেই কাজ নিয়ে কনটেন্ট ক্রিয়েট করে আপলোড করে প্রচুর টাকা আয় করতে পারেন। যেমন আপনি ভালো রান্না করতে পারেন। মজাদার নতুন রান্না ভিডিও করে ইউটুবে বা ফেইসবুক এ আপলোড করে অর্থ যায় করতে পারেন।
৫) আর্টিকেল রাইটার : অনেক ক্লায়েন্ট এবং ওয়েবসাইট আছে যারা আর্টিকেল রাইটার হায়ার করে থাকে। তাদের সাথে যুক্ত হয়ে আর্টিকেল রাইটার এর কাজ করতে পারেন। আর্টিকেল রাইটার এর কাজ করতে হলে প্রথমে লেখা লেখির অভ্যাস থাকতে হবে। ভালো মানের আর্টিকেল লিখতে পারলে এই কাজ প্রচুর পরিমানে কাজ পেতে পারেন।
৬ ) প্রসাধনী সামগ্রী রিভিউ করে : প্রসাধনী সামগ্রী রিভিউ করে মেয়েরা ঘরে বসে অর্থ উপার্জন করতে পারেন। মেয়েরা যেসব প্রসাধনী সামগ্রী ব্যবহার করে ভালো ফলাফল পাচ্ছেন এই সব প্রসাধনী সামগ্রী রিভিউ করতে পারেন। এই সব প্রসাধনী সামগ্রী ভালো রিভিউ করে অনেক অর্ডার পেতে পারেন। এই সব প্রোডাক্ট বিক্রয় করে ভালো পরিমানে অর্থ উপার্জন করতে পারেন।
৭ ) ড্রপশিপিং : ই কমার্স এর পাশাপাশি এসেছে নতুন ব্যাবসায় ড্রপশিপিং। এই ব্যাবসায় ও ঘরে বসে করতে পারেন। এই ব্যাবসায় ও ই কমার্স ব্যাবসায়ের মতো। অল্প টাকা ইনভেস্ট করে ভালো পরিমান অর্থ ইনকাম করতে পারেন। যাদের নিজস্ব কোনো উৎপাদিত পণ্য নাই তারা এই ড্রপশিপিং ব্যাবসায় করতে পারেন।
ঘরে বসে ইনকাম করার উপায়
৮ ) বেকারি ব্যবসা :অনেক মেয়েরা আজ ঘরে বসে বেকারি ব্যবসা করে থাকে। অনেকে হয়তো জানেন না কিভাবে বেকারি ব্যবসা করতে হয় তাও আবার ঘরে বসে। আপনারা যদি ভালো মানের কেক ,বিস্কুট ,চকলেট ,ইত্যাদি বেকারি আইটেম যদি তৈরী করতে পারেন তবে ঘরে বসে এইসব কেক ,বিস্কুট ,চকলেট বিক্রি করতে পারবেন। অনেকে সোশ্যাল মিডিয়া থেকে বা ওয়েবসাইট থেকে এইসব পণ্য কিনে থাকেন। সাশ্রয়ী মূল্যে হওয়ায় এবং ভালো মানের কেক হওয়ায় এই গুলা বিক্রি হয় ভালো। তাই আপনারা ফেইসবুক এ পেজ বা গ্রুপ খুলে মাৰ্কেটিং করতে পারেন। এছাড়া ওয়েবসাইট খুলে ওয়েবসাইট এর মাধ্যমে মার্কেটিং করতে পারেন। কিছু কোম্পানি যেমন ফুডপান্ডা সহ কিছু কোম্পানি আছে তাদের সাইট এ বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রয় করতে পারেন।
৯ ) ওয়েবসাইট বিক্রি করে আয় : আপনারা হয়তো অনেকে জানেন না ওয়েবসাইট বিক্রি করে আয় করা যায়। ওয়েবসাইট বিক্রি করে আয় করতে হলে আপনাকে জানতে হবে কিভাবে ওয়েবসাইট তৈরী করতে হবে। কিভাবে ওয়েবসাইট মনেটিজেনশন অন করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। এই জন্য আপনাকে প্রথমে ডোমেইন ক্রয় করতে হবে। এই ডোমেইন সম্পূর্ণ ওয়েবসাইট তৈরী করতে হবে। এই ওয়েবসাইট এ নিয়মিত ইউনিক মানসম্মত আর্টিকেল পাবলিশ করতে হবে।
আর্টিকেল ম্যান ভালো হলে এমন আর্টিকেল ৩০/৪০ টি পাবলিশ করার পরে গুগল এর কাছে আবেদন করতে হবে। গুগল এডসেন্স বিজ্ঞাপন অন করে দিলে এই ওয়েবসাইট বিক্রয় করে আয় করতে পারবেন। এছাড়া ওয়েবসাইট এ যদি আমাজন এফিলিয়েট রেফারেলিংক ব্যবহার করে কিছু টাকা ইনকাম করতে পারেন তবে এই ওয়েবসাইট ভালো দামে বিক্রি করতে পারবেন। ওয়েবসাইট বিক্রি করার জন্য ভালো মানের কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনারা বিজ্ঞাপন দিয়ে ঝুঁকি ছাড়া বিক্রি করে দিতে পারেন।
১০ ) গৃহপালিত পশুপাখি পালন : বর্তমানে অধিকাংশ মেয়েরা বেকার না থেকে সাবলম্বী হওয়ার চেষ্টা করতেছে। তারা আজ শুধু নিজের গৃহস্থালি কাজের মধ্যে সীমাবদ্ধ নাই। ঘরে বসে কিছু কাজ করে অর্থ উপার্জনের চেষ্টা করে যাচ্ছে। আজকাল আমরা ইউটুবে দেখতে পাই অনেকে কোয়েল পাখি পালন করে সাবলম্বী ,আবার অনেক মেয়েরা মুরগি বা ছাগল পালন করে সাবলম্বী। অনেক জেলায় মেয়েরা গরু পালন করে সাবলম্বী। এই সব পশু পালন করে তারা শুধু অর্থ উপার্জন ই করে না পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে। নিজেদের পরিবারের চাহিদা মিটিয়ে দুধ ও মাংস বাজারজাত করে দেশের অর্থ উপার্জন করে থাকে। এই সব মেয়েরা শুধু নিজেই অর্থ উপার্জন করছে তাই না দেশের অর্থনৈতিক উন্নয়নে বেশ ভূমিকা পালন করছে।
আপনারা যারা গৃহপালিত পশুপাখি পালন করে সাবলম্বী হতে চান তারা প্রথমে ছোট পরিসরে ছাগলের খামার করতে পারেন। অথবা গরু ,মুরগি ,কোয়েল পালন করতে পারেন। প্রথমে ছোট পরিসরে শুরু করলেন ব্যাবসায় থেকে লাভ হলে আস্তে আস্তে ব্যাবসায়ের পরিসর বাড়াতে পারেন। এই ভাবে ব্যাবসায় করে লাখোপতি থেকে কোটিপতি হওয়া সম্ভব। এই সব ব্যাবসায় করতে খুব বেশি পরিমানে অর্থ ইনভেস্ট করতে হয় না। অল্প টাকা ইনভেস্ট করে অধিক টাকা উপার্জন করা সম্ভব।
১১ ) বাগান তৈরি : আজকাল অনেক মেয়েরা বাগান তৈরি করে স্বাবলম্বী হচ্ছে। বাড়ির আঙিনায় ফল বা সবজির বাগান করে নিজের পরিবারের চাহিদা মিটাতে পারেন। নিজের পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত ফল বা সবজি বাজারে বিক্রি করে উপার্জন করতে পারেন। এই কাজের জন্য অধিক পরিমানে অর্থের প্রয়জন হয় না। অল্প কিছু পরিমান অর্থ দিয়ে বাগান তৈরির কাজ করা যায়।
অনেক মেয়েরা বাড়ির ছাদে ,বাড়ির সামনে আঙিনায় ,পতিত জমিতে বাগান তৈরির কাজ করে থাকে। অনেকে শখের বসে এই বাগান তৈরির কাজ করে থাকেন।
প্রথমে আপনাকে ভালো মানের উর্ভর জাতের বীজ সংগ্রহ করতে হবে। বাজার থেকে বা অনলাইন শপিং করে ভালো মানের উর্ভর বীজ সংগ্রহ করতে পারেন। এই বীজ বপন করলে অধিক পরিমানে ফসল ফলানো সম্ভব। বেশি ফসল হলে বাজারে বিক্রিও করতে পারেন। এতে করে অধিক আয় করা সম্ভব।
১২ ) বিউটি পার্লার থেকে আয় :অনেক মেয়েরা বিউটি পার্লার থেকে ইনকাম করছে। কিছুদিন প্রশিক্ষণ নিয়ে নিজেদের বাসার পাশে অথবা দোকান ভাড়া নিয়ে বিউটি পার্লার এর কাজ করে থাকেন।শহরাঞ্চলের পাশাপাশি গ্রামের মেয়েরা ও এখন এই কাজ করে অর্থ উপার্জন করে থাকে। এই কাজ করে বাংলাদেশের অধিকাংশ মেয়েরা এখন সাবলম্বী।
অনেকে আছেন যারা রূপচর্চা করে থাকেন। রূপচর্চার জন্য তারা বিউটি পার্লার এ যান। আবার অনেকে বিয়ার জন্য
অথবা কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য রূপচর্চা করে থাকেন। তাই আমাদের দেশে বিউটি পার্লার এর চাহিদা অনেক বেশি। তাই আপনারা অল্প পরিমান অর্থ ইনভেষ্ট করে বিউটি পার্লার থেকে আয় করতে পারেন।মেয়েদের ঘরে বসে আয় করার উপায় সম্পর্কে যারা জানতে চেয়েছেন তারা উপরোক্ত কাজ করে জীবিকা নির্বাহ করতে পারেন। নিচে আরো কিছু আয় করার উপায় সমূহ দাওয়া হলো।
১৩ ) দর্জি কাজ করে আয় করতে পারেন : এক সময় মেয়েরা দর্জি কাজ করে জীবিকা নির্বাহ করতো। আজকের দিনে মেয়েরা বিভিন্ন পেশায় নিযুক্ত হয়েছে। এখনকার দিনেও দর্জির কাজ করে মেয়েরা অর্থ উপার্জন করতে পারে। এই কাজের জন্য অল্প অর্থ বিনিয়োগ করে অর্থ উপার্জন করতে পারে। শুধু মাত্র একটি মেশিন ক্রয় করে কাজ করতে পারেন। তাই মেয়েরা যারা ঘরে বসে আয় করতে চান তারা দর্জি কাজ করে আয় করতে পারেন। এই কাজের জন্য নিজের ঘরে বসে আয় করতে পারবেন।
১৪ ) ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি : ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি আমাদের দেশে আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে। স্বাধীন পেশার মধ্যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি পেশা একটি আয়ের উপায়। এই কাজের জন্য আপনাকে একটি ভালো মানের ক্যামেরা কিনতে হবে। এই ক্যামেরা থেকে আপনারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কাজ করতে পারেন। অনেক মেয়েরা প্রথম পর্যায় এই কাজ সম্পর্কে অভিজ্ঞ নাও হতে পারেন। তাই আপনারা পরিচিত কারোর কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করতে পারেন।
১৫ ) কুটির শিল্প তৈরি করে আয় : ঘরে বসে শখের বসে কুটিরশিল্প তৈরী করতে পারেন . বাস ,বেত , শামুখ ,ঝিনুক ইত্যাদি দিয়ে ঘরে বসে শখের বসে কুটির শিল্প তৈরি করতে পারেন। এই সব কুটিরশিল্প বাজারে বিক্রি করে অর্থ আয় করতে পারেন। অনেকে পাটি ,ঝাড়ু ,বাশের ঝুড়ি ইত্যাদি বাসায় বসে তৈরী করে বাজারে বিক্রয় করে ঘরে বসে অর্থ আয় করে থাকে। এই কাজের জন্য অল্প টাকা বিনিয়োগ করে এই সব পণ্য তৈরী করে বিক্রয় করতে পারেন।
১৬ ) মাটি দিয়ে তৈরি মাটির শিল্প : মাটি দিয়ে তৈরী করতে পারেন নানান রকমের মাটির শিল্প। যেমন মাটির তৈরী হাড়ি ,পাতিল ,বাসুন ,মাটির ব্যাং ,মাটির পেয়ালা ,নানান রকমের মাটির তৈরী শিল্প। বাজারে এই মাটির শিল্পের চাহিদা অনেক বেশি। মাটি দিয়ে তৈরী করে এই সব পণ্য বাজারে বিক্রয় করতে পারেন। বাজারে তৈরী করে ভালো টাকা আয় করতে পারেন।
আপুরা আপনারা যারা মেয়েদের ঘরে বসে আয় করার উপায় খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের আর্টিকেল। ইতিমধ্যে আমরা ১৬ টি উপায় লিখেছি এবং এই গুলা বর্ণনা করেছি। এই ১৬ উপায় আপনারা ঘরে বসে আয় করতে পারবেন। আপনারা যদি ঘরে বসে আয় করেন তবে আপনাদের আর বাইরে যাওয়ার প্রয়োজন নাই। নিজের কাজকর্ম করে নিজেই সাবলম্বী হতে পারবেন।এছাড়া আরো অনেক উপায় আছে একটু চেষ্টা করলে আপনারা ঘরে বসে অর্থ উপার্জন করতে পারেন। মেয়েরা আজ আর পিছিয়ে নাই। মেয়েরাও আজ চায় ছেলেদের পাশা পাশি অর্থ উপার্জন করে সাবলম্বী হতে। আমাদের দেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত করতে মেয়েদের অবদান সব চাইতে বেশি।
মেয়েরা যেভাবে ঘরে বসে নিখুঁত ভাবে কাজ করে তাতে তারা অতি সহজে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। আপনারা অল্প টাকা বিনিয়োগ করে ছোট পরিসরে ব্যাবসায় করতে পারেন। ছোট ব্যাবসায় থেকে শ্রম ও দক্ষতা দিয়ে কিছু মুনাফা করে বোরো পরিসরে ব্যাবসায় করতে পারেন। এইভাবে চেষ্টা করে গেলে আপনাদের ব্যাবসায় এক সময় অনেক বড় হবে। তাই বসে না থেকে চাকরি এর উপর নির্ভর না করে এই ভাবে ছোট খাটো ব্যাবসায় করতে পারেন। ধীরে ধীরে আপনাদের ব্যাবসায় বড় হবে। যখন ব্যাবসায় বোরো হবে তখন আপনাদের সুবিদার্থে কিছু মেয়েদের নিয়োগ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। এতে আপনাদের যেমন ব্যাবসায় পরিধি বৃদ্ধি হবে তেমনি কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
ঘরে বসে ইনকাম করার উপায় যেভাবে শিখতে পারেন
এতক্ষন আমরা আলোচনা করলাম মেয়েদের ঘরে বসে আয় করার উপায় সম্পর্কে। অনেক গুলা পয়েন্ট বর্ণনা করলাম। এখন আমরা আলোচনা করবো কিভাবে আপনারা আয় করার উপায় সম্পর্কে শিখবেন :
১ ) বই পড়ে : বই পরে আপনারা ঘরে বসে ইনকাম করার উপায় সম্পর্কে শিখতে পারেন। অনেক লেখক আছে যারা এই বিষয় নিয়ে লিখে থাকে। তাদের বই পরে আপনারা আরো ভালো ধারণা নিতে পারেন। যেকোনো কাজ শুরু করার আগে ওই বিষয় অভিজ্ঞ হতে হয়। অভিজ্ঞতা ছাড়া কাজ শুরু করলে ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। টি প্রথম পর্যায়ে বই পরে ধারণা নিতে পারেন।
২ ) যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে : আজকাল সরকারি ভাবে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক যুবক যুবতী ভাই ও বোনেরা সাবলম্বী হয়েছে। তাই আপনারা চাইলে কোনো বিয়ের উপর আরো দক্ষতা অর্জন করতে চাইলে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিতে পারেন। প্রশিক্ষণ নিয়ে শুরু করলে কাজ অতি সহজ হবে। পাশাপাশি সফল হওয়ার সম্ভবনা অনেক বেশি।
৩ ) ইউটুবে ভিডিও দেখে : ইউটুবে ভিডিও দেখেও আপনারা ভালো ধারণা নিতে পারেন। অনেক মেয়েরা আছে যারা ঘরে বসে লাখ লাখ টাকা আয় করে। এইসব ভিডিও দেখে অনুপ্রেণীত হতে পারেন।
৪) আত্মীয় বা প্রতিবেশী থেকে ধারণা নেওয়া : আত্মীয় বা প্রতিবেশী কেউ যদি ঘরে বসে আয় করে তাহলে তাদের কাছ থেকে ধারণা নিতে পারেন। সরাসরি তাদের কাছে যেয়ে সরোজমিনে তাদের কাছ থেকে শিখে কাজ শুরু করতে পারেন। এতে করে অল্প সময়ে সফল হতে পারেন।