ফিটকিরি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
আপনি যদি ফিটকিরির ক্ষতিকর দিক সম্পর্কে জানতে চান তবে এই পোস্টটি সম্পূর্ণ পড়তে পারেন। আপনি যদি ফিটকিরির ক্ষতিকর দিক সম্পর্কে জানতে চান তবে এই পোস্টটি সম্পূর্ণ পড়তে পারেন।ফিটকিরি ইউরিন ইনফেকশন দূর করতে সাহায্য করে কারণ ফিটকিরিতে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল।
আপনারা ফিটকিরি পানি বিশুদ্ধকরণ, মুখ ধোয়ার জন্য, এবং বিভিন্ন চিকিৎসা জন্য ব্যবহার করে থাকেন। ব্যবহার করার পূর্বে আপনাদের ফিটকিরির ক্ষতিকর দিক এবং ফিটকিরি ব্যবহারের নিয়ম সম্পর্কে জানা দরকার। জানা থাকলে আপনাদের ফিটকিরির ক্ষতির হাত থেকে বাঁচা সম্ভব। তাই আসুন জেনে নেই ফিটকিরির ক্ষতিকর দিক সম্পর্কে :
ফিটকিরির ক্ষতিকর দিক
১ ) ত্বকে জ্বালাপোড়া : ফিটকিরি ব্যাবহারের পূর্বে অনেকে ফিটকিরি ব্যবহারের নিয়ম সম্পর্কে জানেন না অনেকে ফিটকিরির ক্ষতিকর দিক সম্পর্কেও জানেন না। সরাসরি ফিটকিরি লাগালে ত্বকে জ্বালাপোড়া, চুলকানি, বা গুটাগুটা র্যাশ হতে পারে।এইজন্য সতর্কতা অবলম্বন করা উচিত। নতুবা বিপদের সম্মুখীন হতে পারেন।
২ ) অ্যালার্জি : অনেকে এলার্জি সমস্যায় ভুগে থাকেন। তাই তাদের এলার্জি জাতীয় ঔষধ ও খাবার পরিহার করা উচিত। ফিটকিরি ব্যবহার করলে ত্বকের লালচে ভাব, চুলকানি এবং ফোলাভাব তৈরি করতে পারে। এই ধরণের সমস্যা যাদের আছে তারা আগে থেকেই সাবধান।
৩ ) শ্বাস প্রশ্বাসের সমস্যা : যারা ফুসফুসের শ্বাস প্রশ্বাসের সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য ফিটকিরি অধিক ভয়ানক। কারণ ফিটকিরি ব্যাবহারের সময় গুঁড়া যদি বাতাসের মাধ্যমে নাকে প্রবেশ করে করে তবে শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। এইজন্য শ্বাস প্রশ্বাসের সমস্যা ভুক্তভুগি ফিটকিরি ব্যাবহারের সময়।
৪) মুখে ক্ষতি : মুখ ধোয়ার জন্য অতিরিক্ত ফিটকিরি ব্যবহার করলে মুখের ভেতরে শুষ্কভাব, জ্বালাপোড়া বা ক্ষত হতে পারে। তাই ফিটকিরি দিয়ে মুখ ধোয়ার সময় সাবধান।
৫ ) অত্যধিক ব্যবহার : পরিমাণমতো ফিটকিরি ব্যবহার করেন ঠিক আছে। কিন্তু অতিরিক্ত ব্যবহার করলে নানামুখী সমস্যায় পড়তে পারেন। তাই ব্যবহারের সময় অতিরিক্ত ব্যাবহার থেকে সাবধান।
৬ ) গর্ভবতী মহিলাদের সমস্যা : ফিটকিরি ভেজানো পানি খেলে গর্ভবতী মহিলাদের সমস্যা পিটার বাচ্চার সমস্যা হতে পারে তাই অভিজ্ঞ চিকিৎসকরা গর্ভবতী মহিলাদের ফিটকিরি ভেজানো পানি না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
৭ ) জন্ডিসের সমস্যা : দীর্ঘদিন ফিটকিরি ভেজানো পানি খেলে জন্ডিসের সমস্যা হতে পারে।
উপরে আমরা আলোচনা করলাম ফিটকিরির ক্ষতিকর দিক সম্পর্কে। আসা করি আপনারা বুজতে পেরেছেন। এই জন্য আগে থেকে আপনাদের ফিটকিরি ব্যবহারের নিয়ম সম্পর্কে জানতে হবে নতুবা পড়তে পারেন মারাত্মক বিপদে। তাই যেকোন আমরা আলোচনা করে যাচ্ছি ফিটকিরি ব্যবহারের নিয়ম সম্পর্কে।
আরো পড়ুন : গ্যাস্ট্রিকের জন্য মেথি খাওয়ার নিয়ম।
ফিটকিরি ব্যবহারের নিয়ম
আপনারা যদি ফিটকিরি ব্যবহারের নিয়ম সম্পর্কে জানতে চান তবে নিচের আর্টিকেল সম্পূর্ণ পড়তে পারেন। আশা করি আপনাদের উপকার হবে।দৈনন্দিন কাজে ফিটকিরি ব্যবহার করা হয়ে থাকে। যেমন পানি বিশুদ্ধকরণ ত্বকের যত্ন, মুখের স্বাস্থ্য এবং ক্ষত নিরাময় ইত্যাদি।তবে এক এক ক্ষেত্রে ফিটকিরি ব্যাবহারের নিয়ম আলাদা। তাই আসুন জেনে নেই ফিটকিরি ব্যাবহার সম্পর্কে :
১) পানি বিশুদ্ধকরণে ফিটকিরি ব্যবহার : পানি বিশুদ্ধকরণের জন্য ফিটকিরি ব্যবহার করা হয়ে থাকে। আপনারা হয়তো অনেকেই জানেন না পানি বিশুদ্ধকরণের জন্য কিভাবে ফিটকিরি ব্যবহার করা হয়ে থাকে। তাই তাদের জন্য পানি বিশুদ্ধকরণের জন্য ফিটকিরি ব্যবহারের নিয়ম নিচে দাওয়া হলো।
প্রথমে এক লিটার পানিতে ০.০২ থেকে ০.১ গ্রাম (এক চিমটি) ফিটকিরি নিবেন এরপরে ফিটকিরি পানিতে মিশিয়ে নাড়াতে হবে। ১৫,২০ মিনিট অপেক্ষা করুন যাতে নিচের ফিটকিরি পানিতে তলিয়ে যায়।পরিশুদ্ধ অংশ আলাদা করে নিবেন। তবে মনে রাখবেন অতিরিক্ত ফিটকিরি নিবেন না এতে পানির স্বাদ ও স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে।
২ ) ত্বকের যত্নে ফিটকিরি : ত্বকের নানাবিধ সমস্যার জন্য ফিটকিরি ব্যবহার করে পারেন। অনেকে ব্রণের চিকিৎসার জন্য ফিটকিরি ব্যাবহার করে থাকে। ফিটকিরি গুঁড়া পানিতে মিশিয়ে মুখে ব্যাবহার করতে পারেন। ১০/১৫ মিনিট মুখে রেখে দিয়ে এবার ধুয়ে নিন এতে ব্রণের জন্য অনেক উপকার পাবেন।
৩ ) রেজার কাটা বা ক্ষতস্থানে : সেভ করার পরে কাটা বা ক্ষতস্থানে ফিটকিরি লাগাতে পারেন এতে ত্বকের ভালো উপকার পাবেন এবং ক্ষত স্থান দ্রুত শুকিয়ে যাবে।তবে যদি ত্বকে চুলকানি বা এলার্জি থাকে তবে সাবধানে ব্যবহার করা উচিত অথবা না ব্যবহার করা ভালো।
৪ ) মুখের স্বাস্থ্য রক্ষায় : ১ গ্লাস কুসুম গরম পানিতে এক চিমটি ফিটকিরি মিশিয়ে মুখ ধুতে বা কুলি করতে পারেন। এটি মাড়ির রক্তপাত কমাতে এবং মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।
৫ ) ক্ষত নিরাময়ে : ক্ষত নিরাময়ে ফিটকিরি ভালো উপকার করে থাকে তাই ক্ষত স্থানে ফিটকিরি ব্যবহার করতে পারেন। এতে ভালো উপকার পাবেন।
৬ ) গন্ধ দূর করতে : যারা ভোগলে ও পায়ের তলিতে গন্ধ সমস্যায় ভুগে থাকেন তারা গন্ধ দূর করতে ফিটকিরি ভেজানো পানি ব্যাবহার করতে পারেন এতে অতিরিক্ত গন্ধ দূর হবে।
ফিটকিরি ব্যবহারে সতর্ক থাকা উচিত এবং কখনোই অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়। বিশেষ করে যদি কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, তবে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
আরো পড়ুন : দ্রুত পেটের গ্যাস কমানোর উপায়
ফিটকিরি মুখে দিলে কি হয়
ফিটকিরি মুখে দিলে কি হয় এই প্রশ্নের উত্তর যদি জানতে চান তবে নিচের লেখা আর্টিকেল সম্পূর্ণ পড়তে পারেন।না জেনেই অনেকে আছেন যারা ফিটকিরি মুখে দেন। ফিটকিরি মুখে দেওয়ার উপকারিতা বা ক্ষতিকর কোনো ইফেক্ট আছে কিনা এই বিষয় হয়তো জানেন না।তাই আমরা চেষ্টা করেছি ফিটকিরি মুখে দিলে কি হয় এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দিতে। আশা করি যারা মুখে ফিটকিরি ব্যাবহার করেন তাদের উপকার হবে।তাহলে কালুন জেনে নেই ফিটকিরি মুখে দিলে কি হয় এই বিষয় সম্পর্কে জানার জন্য :
ফিটকিরি মুখে দিলে যেসব উপকার পাওয়া যায়
১ ) মুখের দুর্গন্ধ দূর করা : যাদের মুখে দুর্গন্ধ আছে তারা ফিটকিরি ব্যাবহার করতে পারেন। কারণ ফিটকিরি ব্যাবহার করলে মুখের দুর্গন্ধ দূর হয়। ফিটকিরি মুখের প্রাকৃতিক এন্টিসেপ্টিক হিসাবে কাজ করে যা মুখের উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয় ফলে মুখ থেকে দুর্গন্ধ চলে যায়।
২ ) মুখের ক্ষত নিরাময় : মুখের ক্ষত নিরাময়ের জন্য অনেকে মুখে ফিটকিরি ব্যাবহার করে থাকেন। মুখে ক্ষত স্থানে ফিটকিরি ব্যাবহারের ফলে মুখে ক্ষত নিরাময় হয়। ক্ষত স্থানে ফিটকিরি ব্যাবহারের ফলে দ্রুত ক্ষত শুকিয়ে যায়।
৩ ) মাড়ির রক্তপাত বন্ধ করা : অনেকের দাঁত ও মাড়ি থেকে রক্ত পরে তাই তারা ফিটকিরি ব্যাবহার করে থাকেন ফিটকিরি ব্যাবহার করলে মাড়ির রক্তপাত হওয়া বন্ধ হয়।
ফিটকিরি মুখে দিলে যেসব ক্ষতির সম্মুখীন হতে পারেন
এতক্ষন জানলেন ফিটকিরি মুখে দিলে যেসব উপকার হতে পারে। এখন আপনাদের বলবো ফিটকিরি মুখে দিলে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারেন।
১ ) জ্বালাপোড়া বা জ্বালা অনুভব করা : অতিরিক্ত বা দীর্ঘ সময় ফিটকিরি ব্যাবহার করলে জ্বালাপোড়া বা জ্বালা অনুভব করতে পারে তাই অতিরিক্ত ব্যাবহার থেকে সাবধান।
২ ) স্বাদহীনতা : কোনো প্রয়োজনে ফিটকিরি ব্যাবহার করলে মুখের স্বাধ চলে যেতে পারে। তাই মুখের স্বাধ চোলে গেলে ভয়ের কিছু নাই আবার ঠিক হয়ে যাবে।
৩ ) মুখে শুষ্কতা : ফিটকিরি অতিরিক্ত ব্যবহারের ফলে মুখে শুষ্কতা তৈরী হতে পারে। এছাড়া ভিতরের অংশ অস্বস্তিকর হতে পারে।
৪ ) অতিরিক্ত ব্যবহার ক্ষতিকর : অতিরিক্ত ফিটকিরি ব্যবহার করা ক্ষতিকর তাই অতিরিক্ত ফিটকিরি ব্যবহার থেকে সতর্ক হন।
আপনারা যারা ফিটকিরি মুখে দিলে কি হয় সম্পর্কে জানতে চেয়েছেন আশা করি তারা উত্তর পেয়েছেন। ফিটকিরি মুখে ব্যাবহার করলে উপকারী দিক ও আছে আর ক্ষতিকর দিক ও আছে। তাই সাবধান হন আগে থেকে।
আরো পড়ুন : গ্রামীণ ব্যাংকের সুযোগ সুবিধা
ফিটকিরি কি চুলের জন্য ক্ষতিকর
ফিটকিরি চুলে ব্যবহার করলে উপকার হবে না ক্ষতি হবে এই বিষয় নিয়ে অনেকে দ্বিধা দ্বন্ধে ভুগে থাকেন। সাধারণত ফিটকিরি চুলে ব্যাবহার করলে উপকার হয় ,তবে অতিরিক্ত ব্যাবহার করলে ক্ষতি হতে পারে। ফিটকিরি কি চুলের জন্য ক্ষতিকর এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেছি আশা করি এইসব তথ্য আপনাদের উপকার হবে। নিচে বিস্তারিত বর্ণনা দেওয়া হলো :
ফিটকিরির চুলে ব্যবহারের উপকারী দিক
১ ) খুশকি দূর করতে : ফিটকিরি অ্যান্টিফাঙ্গাল বিদ্যমান তাই ফিটকিরি ব্যাবহার করলে মাথার ত্বকের অ্যান্টিফাঙ্গাল ও খুশকি দূর করতে সাহায্য করে। তাই যারা খুশকি সমস্যায় ভুগে থাকেন তারা ফিটকিরি ব্যাবহার করতে পারেন।
২ ) মাথার ত্বকের সংক্রমণ কমাতে : যারা মাথার ত্বকের সংক্রমণে ভুগে থাকেন তারা ফিটকিরি ব্যবহার করতে পারেন। কারণ ফিটকিরি মাথার ত্বকের সংক্রমণ কমাতে সাহায্য করে।
ফিটকিরির চুলে ব্যবহারের ক্ষতিকর দিক
ফিটকিরি চুলে ব্যবহার করলে শুধু উপকারী পাওয়া যায় না ক্ষতিকর দিক ও আছে তাই ক্ষতিকর দিক সম্পর্কে জানা উচিত। নিম্নে ফিটকিরি চুলে ব্যাবহারের ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করা হলো :
১ ) শুষ্কতা : ফিটকিরি ব্যবহার করা ভালো কিন্তু অতিরিক্ত ব্যবহার করা ভালো না। ফিটকিরি মাথায় ব্যাবহার করলে মাথায় নানামুখী সমস্যা দেখা দিতে পারে। তারমধ্যে মাথার ত্বক এবং চুল শুষ্ক হয়ে যেতে পারে। তাই মাথায় ফিটকিরি ব্যাবহারের সময় সাবধান।
২ ) জ্বালাপোড়া : যাদের মাথার ত্বকে জ্বালাপোড়া ভাব আছে তাদের ফিটকিরি ব্যাবহার করলে জ্বালাপোড়া করতে পারে। তাই ত্বকের জ্বালাপোড়া থেকে সাবধান।
এতক্ষন আমরা আলোচনা করলাম ফিটকিরি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, ফিটকিরির ক্ষতিকর দিক, ফিটকিরি ব্যবহারের নিয়ম, ফিটকিরি মুখে দিলে কি হয় , ফিটকিরি মুখে দিলে যেসব উপকার পাওয়া যায় , ফিটকিরি মুখে দিলে যেসব ক্ষতির সম্মুখীন হতে পারেন , ফিটকিরি কি চুলের জন্য ক্ষতিকর, ফিটকিরির চুলে ব্যবহারের ক্ষতিকর দিক আপনাদের যদি ফিটকিরি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাদের জানাতে পারেন। নিচে ফিটকিরি সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর দেওয়া হলো
ফিটকিরির উপকারিতা ও অপকারিতা এবং ফিটকিরির ক্ষতিকর দিক FAQ